শাশুড়িকে খুন করা সেই জামাইকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

মীরসরাই প্রতিনিধি | সোমবার , ৩ মার্চ, ২০২৫ at ১২:৪২ অপরাহ্ণ

মীরসরাইয়ে মাদক বিক্রিতে প্রতিবাদ করায় শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে। এই ঘটনার পর অবশেষে শনিবার রাতে মেয়ের জামাই মোবারক হোসেন (৩৪) কে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। পরে তাকে পুলিশে সোপর্দ করেছে। এর আগে শুক্রবার রাতে খৈয়াছরা গ্রামের শাশুড়ি সবুরা খাতুনকে খুন করে মৃতদেহ ঝোপের মধ্যে লুকিয়ে রেখেছিল মোবারক। রাতেই সে আবার গা ঢাকা দেয়। অবশেষে শনিবার রাত ৯টার দিকে এলাকাবাসী ওই নিহতের জামাই মোবারক হোসেনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসার পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমানবাধিকার কাউন্সিলের অধিবেশনে জুলাই গণহত্যা তুলে ধরবেন ভলকার তুর্ক
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন