শাল্লায় হামলার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ

| বৃহস্পতিবার , ২৫ মার্চ, ২০২১ at ৮:৩৭ পূর্বাহ্ণ

সুনামগঞ্জের শাল্লা নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আতুরার ডিপো নুর টাওয়ার মার্কেটের সামনে ইঞ্জিনিয়ার সিবলী সাদেক সোহেলের সভাপতিত্বে ও যুবলীগ নেতা ইসলাম হোসেন রনির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগর যুবলীগ নেতা এম ইলিয়াছ সরকার। তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য মৌলবাদী ও ধর্মান্ধ গোষ্ঠী গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
বক্তব্য রাখেন মোস্তফা সর্দার, আরিফ আহমদ সুজন, শিবলু আহমেদ জামাল, এমদাদুল হক বাকের, রবিউল হোসেন সোহাগ, হোসেন হাজারী, কাজী আল মামুন, আব্দুল কাদের, নয়ন, সুজন গাজী, সোহেল, মিন্টু, সাইফুল, আওলাদ, নবী, ডি এম সুমন, ডিস মান্নান, জামাল, পলাশ, আজম, সৌরভ হোসেন, আলাল, বাদশা, মামুন, মতিন, হাসান মুন্সি, রাসেল, আলমগীর, ইউসুফ, এম এন মহিউদ্দিন, রহিম, জহির, হাবিব, শাকিল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅসাম্প্রদায়িক দেশ গঠনে বঙ্গবন্ধুর নেতৃত্বে সংকল্পবদ্ধ হয়েছিল জনগণ
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশ