চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) রেলওয়ে স্টেশনে এক শিক্ষার্থীকে মারধরের জেরে ছাত্রলীগের দুই উপগ্রুপ সিএফসি ও সিক্সটি নাইনের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় দেশীয় ধারালো অস্ত্র, ইটপাটকেল, রড, হাতুড়ি সহ অন্যান্য অস্ত্র নিয়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া চলে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার সময় বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে সিএফসি গ্রুপের এক কর্মী সিক্সটি নাইন গ্রুপের এক কর্মীর শার্টের কলার ধরে। এ ঘটনাকে কেন্দ্র করে সিক্সটি নাইন গ্রুপের কর্মীরা সিএফসি গ্রুপের কর্মীকে মারধর করে। পরে দুই গ্রুপের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল ও শাহ আমানত হলের সামনে অবস্থান নেয়।
সংঘর্ষে জড়ানো সিএফসি গ্রুপ শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সিক্সটি নাইন গ্রুপ নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।
প্রায় দুইঘন্টা ব্যাপী চলা এই সংঘর্ষে অনেকটা নিশ্চুপ বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্রলীগের দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ আনে একে অপরের প্রতি।