চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে শারীরিক শিক্ষাবিদদের জন্য দুই দিনব্যাপী রিফ্রেশার্স কোর্স শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিজেকেএস সহ–সভাপতি মো. হাফিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন এন.এইচ.টি. হোল্ডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তানসির তৈমুর মোর্শেদ এবং সাবেক চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার আ.ফ.ম. শাহাবুদ্দিন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস.এম. গিয়াস উদ্দীন বাবরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সভাপতি মুহাম্মদ তৌহিদুল ইসলাম। পরিষদের সাংগঠনিক সম্পাদক ও কলেজের প্রভাষক সাইফুল্ল্যাহ মুনীরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের প্রভাষক চঞ্চল বিশ্বাস, জিকু কুমার নাথ, শ্যামলী রানী ভৌমিক,
সিজেকেএস নির্বাহী সদস্য জি.এম. হাসান, প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সহ–সভাপতি মো. নাসীর উদ্দিন, সাধারন সম্পাদক আবদুল করিম, যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম, এ.জি.এস. মতিউর রহমান ফরহাদী, অর্থ–সম্পাদক আবু সৈয়দ, দপ্তর সম্পাদক মোজাহেরুল ইসলাম, তথ্য ও পাঠাগার সম্পাদক শামীমুল হাসান, মহিলা সম্পাদিকা জেসমিন আকতার, নির্বাহী সদস্য বিপিন কিশোর চৌং, মিজানুর রহমান, সাকিনা আকতার সুরমা এবং বাবলী আসাম। সারা দেশের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ও শারীরিক শিক্ষা বিভাগের শতাধিক শারীরিক শিক্ষাবিদ এতে অংশগ্রহণ করেন।