রাঙ্গুনিয়া শামসুল উলুম মছিহিয়া সুন্নিয়া মাদ্রাসায় ছবক অনুষ্ঠান গতকাল বুধবার মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়। ছবক প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি সৈয়দবাড়ী দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ মছিহুদ্দৌলা। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য আবুল কাশেম চিশতী।
মাদ্রাসা সুপার আবদুল গফুরের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন পোমরা ইউপি চেয়ারম্যান জহির আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন মো. এজাহার মিয়া, আবদুল্লাহ আল মামুন, জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, এমরুল করিম রাশেদ, গোলাম মোহাম্মদ হেলাল, আলী শাহ্ নেছারী, মাওলানা মারফতুন্নুর, আবদুল মান্নান বাবুল, কোরবান আলী সওদাগর, আবুল কালাম,আলমগীর তালুকদার রনি, ফজলুল করিম নঈমী, আবু মুছা আশারী, আবদুল মোতালেব, আবদুল করিম, এম এ খালেক শাবু, মাস্টার নুরুল আজিম, অধ্যাপক সাইফুল আলম মাসুদ, মো. ছাবের, আনোয়ার আজিজ, জাহাঙ্গীর আলম প্রমুখ।