মা ও শিশু হাসপাতালের শামসুন নাহার খান নার্সিং কলেজের বিএসসি ৪র্থ বর্ষের ছাত্র/ছাত্রীদের বিদায় সংবর্ধনা গতকাল বুধবার নার্সিং কলেজের অধ্যক্ষ স্মৃতি রানী ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সভাপতি প্রফেসর এম এ তাহের খান।
বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোরশেদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. জাবেদ আবছার চৌধুরী, জয়েন্ট জেনারেল সেক্রেটারী ডা. কামরুন নাহার দস্তগীর, এডভোকেট আহসান উল্লাহ, পরিচালক ডা. মো. নুরুল হক, উপ-পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ-পরিচালক ডা. একেএম আশরাফুল করিম, নার্সিং ইনষ্টিটিউটের প্রিন্সিপাল ঝিনু রানী দাস প্রমুখ। বক্তারা নার্সিং পেশার মান সমুন্নত রাখা এবং সেবার মানসিকতা নিয়ে কাজ করার জন্য বিদায়ী শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।