চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল শামসুন্নাহার খান নার্সিং কলেজের পঞ্চম ব্যাচের নার্সিং ছাত্র ছাত্রীদের বিদায়ী অনুষ্ঠান নার্সিং গ্যালারীতে কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ডা. কামরুন নাহার দস্তগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী রেজাউল করিম আজাদ। বক্তব্য রাখেন মোহাম্মদ সাগীর, হারুন ইউসুফ, প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়ুয়া, ডা. মো. নূরুল হক, ডা. এ. কে. এম আশরাফুল করিম, স্মৃতি রানী ঘোষ, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে মৌমিতা নন্দি ও অপু নাথ। বিদায়ীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন রণক জাহান। বক্তারা বলেন, শামসুন্নাহার খান নার্সিং কলেজ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত বেসরকারী নার্সিং কলেজ। নার্সিং কলেজের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখার জন্য ছাত্র/ছাত্রীদের আহ্বান জানানো হয়। শেষে নার্সিং ছাত্র–ছাত্রীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।