ছিপাতলী দরবারে আজিজিয়া আলিয়ার ব্যবস্থাপনায় ১২ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (দ) সম্মেলনের প্রথম দিবসে সভাপতিত্ব করেন দরবার শরিফের সাজ্জাদানশীন পীরে তরিকত অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরী। তিনি বলেন, সমগ্র বিশ্বে আজ অশান্তি হানাহানি অস্থিরতা ও নিরীহ মানবতার ওপর জঘন্য জুলুম নিপীড়ন চলছে। অথচ আজ থেকে চৌদ্দশত বছর আগেই শান্তি ও সম্প্রীতির সমাজ গড়ার পথ দেখিয়েছেন বিশ্ব মানবতার মুক্তিদূত মহানবী (দ.)। শান্তি ও সম্প্রীতির বিশ্ব গড়তে মহানবীর (দ.) জীবনাদর্শ অনুসরণ করা প্রয়োজন। আলোচনায় অংশ নেন আল্লামা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রিজভী, আল্লামা ফখরুদ্দিন আলকাদেরী। বক্তব্য রাখেন হাফেজ নুর মুহাম্মদ, শফিউল আলম আজিজি, মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ জয়নুল আবেদীন। আগামী ১২ রবিউল আউয়াল ১৬ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী (দ.) দিবসে ছিপাতলী দরবার থেকে অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরীর নেতৃত্বে জশনে জুলুস অনুষ্ঠিত হবে। জুলুস শেষে হাটহাজারী সদরস্থ আনোয়ারুল উলুম নোমানিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে ঈদে মিলাদুন্নবী (দ) মাহফিল অনুষ্ঠিত হবে। ১২দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (দ) মাহফিলে ও জশনে জুলুসে নবীপ্রেমী জনতাকে অংশগ্রহণ করার জন্য দরবার শরিফের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।