চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর ৫টি গুরুত্বপূর্ণ স্থানে অনুষ্ঠিত শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তারা বলেন, শান্তি ও মানবাধিকার রক্ষায় আওয়ামী লীগের দায়বদ্ধতা রয়েছে। এই দায়বদ্ধতাই আওয়ামী লীগের ঐতিহ্য ও অহংকার। ১নং ওয়ার্ডের বড়দিঘীর পাড়ে এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম.এ সালাম। বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের শাহজাহান রশিদ, তানভির আহমেদ। সল্টগোলা ক্রসিংয়ে নঈম উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, চট্টগ্রম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য হাজী রোটারিয়ান মোঃ ইলিয়াছ, থানা আওয়ামী লীগের সোলতান নাছির উদ্দীন, মোঃ ইলিয়াছ, ওয়ার্ড আওয়ামী লীগের সালেহ আহমদ চৌধুরী, জানে আলম, আসলাম হোসেন, ইসকান্দার মিয়া, হাজী মোঃ হাসান, মোর্শেদ আলী প্রমুখ। নতুন ব্রীজ চত্বরে শহিদুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আহমদ ইলিয়াছ, ইঞ্জিনিয়ার বিজয় কৃষান চৌধুরী, সিদ্দিক আলম, নুরুল আজিম নুরু, ইউনুছ কোম্পানী, ফয়জুল্লাহ বাহাদুর, ইফতেখার আলম জাহেদ, আকবর আলী আকাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












