শান্তিবাগ আবাসিক এলাকা কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত রংধনু ফুটবল ফিয়েস্তা গত শনিবার হালিশহরে একটি টার্ফে এলাকার যুব সমাজের অংশ গ্রহণে অনুষ্ঠিত হয়। মোট আটটি দলে ভাগ হয়ে ৮৮ জন খেলোয়াড় কর্মকর্তা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। এলাকার যুব সমাজকে উৎসাহ প্রদান, সমপ্রীতির বন্ধন, সামাজিক ও জনকল্যাণ মূলক কাজে ঐক্যবদ্ধ রাখাই এই আয়োজনের মূল লক্ষ্য। প্রিয় ফুটবল খেলায় এলাকার বিভিন্ন বয়সের খেলোয়াড়েরা অংশগ্রহণ করে। অত্যন্ত উৎসব মুখর ও প্রাণবন্ত এই আয়োজনের জন্য উপস্থিত সকলে আয়োজকদের ধন্যবাদ জানান। খেলা শেষে পুরস্কার বিতরণে উপস্থিত ছিলেন বয়োজ্যেষ্ঠ নাগরিক সংঘের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম, শান্তিবাগ আবাসিক এলাকা কল্যাণ পরিষদের সভাপতি ফখরুদ্দিন আহমেদ, সহ সভাপতি সাহাব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ টিটু, মো. শামসুল মাওলা, আব্দুল মান্নান চৌধুরী, মোহাম্মদ আব্দুল কাদের, মো. ইসমাইল হোসেন, এহতেশামুল হক চৌধুরী মুন্না, মো. মোরশেদ আলম মাসুদ, মফিজ উল আলম, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।