রাউজান উপজেলা ও পৌর সদরের দুর্গোৎসবের মহানবমীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও পূজার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী।
এসময় তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রতিটি পূজা পার্বণ ও শারদীয় দুর্গোৎসবের শান্তিপূর্ণ পরিবেশে এই বাঁধভাঙ্গা প্রাণের উচ্ছ্বাস। এটি সম্ভব হচ্ছে শেখ হাসিনা সরকার আছে বলে। তিনি এই ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পূজামণ্ডপে তাকে স্বাগত জানান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চেয়ারম্যান প্রিয়োতোষ চৌধুরী ও সাধারণ সম্পাদক সুমন দেসহ পরিষদের কর্মকর্তাগণ। এসময় তার সাথে ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, জেলা পূজা উদযান পরিষদের নেতা শ্যামল পালিত, ওসি আবদুল্লাহ আল হারুন, চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, রবিন্দ্র লাল চৌধুরী, কাউন্সিলর সমীর দাশ গুপ্ত, জসিম উদ্দিন চৌধুরী, জন্মাষ্টমী পরিষদের সাধারণ সম্পাদক তপন দে, অশোক পালিত, প্রদীপ শীল, উজ্জল কান্তি দাশ, দিপলু দে দিপ, ছাত্রলীগ নেতা অনুপ চক্রবর্তী প্রমুখ।











