শান্তিনিকেতন উদয়ন মন্দিরের ৫০তম বর্ষপূর্তি উদযাপন

| শনিবার , ১২ এপ্রিল, ২০২৫ at ৭:৩৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার শান্তিনিকেতন সর্বজনীন শ্রীকৃষ্ণ উদয়ন মন্দিরের ৫০তম বর্ষপূর্তি ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে তিনদিনব্যাপী কর্মসূচি গত ১ এপ্রিল সম্পন্ন হয়। ৩০ মার্চ উদ্বোধনী দিনে সমাজসেবক পরিমল কান্তি দে’র সভাপতিত্বে মহাআশীর্বাদক ছিলেন চিন্তাহারী সাধনপীঠ যোগাশ্রমের অধ্যক্ষ স্বামী মহানন্দ পুরী মহারাজ। মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন সমাজসেবক দীপেন সাহা। অতিথি ছিলেন সাবেক সাধারণ সম্পাদক দীলিপ দে ও প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জোৎস্না রানী দে।

এতে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক অসিত বরণ চৌধুরী ও অর্থ সম্পাদক শিবু প্রসাদ দে। পরে রাখাল চন্দ্র দাশ স্মৃতি বৃত্তিপ্রাপ্ত মনিষী দে, দীপ্ত কর, জয়ন্তী দে, প্রিয়ন্তী দে, রুহিত দে ও আকাশ নাথের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। এর আগে শিল্পী রাতুল কুমার বৈদ্যের পরিচালনায় পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। নিতাই দাশ ও কানাই দাশের পৌরহিত্যে ও সৌরভ সাহার পরিচালনায় অনুষ্ঠিত হয় অধিবাস কীর্তন। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন অভিজিৎ কুমার দে ও রাহুল দত্ত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅটিজম সচেতনতা দিবস উপলক্ষে রাঙ্গুনিয়ায় আলোচনা সভা
পরবর্তী নিবন্ধআমজনতার ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে