শান্তিতে নোবেলের জন্য ট্রাম্পকে মনোনয়ন দেবে কম্বোডিয়া

| শনিবার , ২ আগস্ট, ২০২৫ at ১১:৫০ পূর্বাহ্ণ

কম্বোডিয়া ও থাইল্যান্ডের সামপ্রতিক সীমান্ত সংঘর্ষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপে থেমেছে। এর পরিপ্রেক্ষিতে ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেবে কম্বোডিয়া। গতকাল শুক্রবার দেশটির উপপ্রধানমন্ত্রী সান চানথোল একথা বলেছেন। ফোনে পাঠানো এক বার্তায় কম্বোডিয়ার এই মনোনয়ন পরিকল্পনার বিষয়টি নিশ্চিত হতে চাইলে চানথোল বলেন, “হ্যাঁ। এর আগে রাজধানী নমপেনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য ট্রাম্পের প্রশংসা করেন এবং বলেন ট্রাম্প নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়ার যোগ্য। গত এক দশকের মধ্যে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে গত সপ্তাহে সবচেয়ে বড় সামরিক সংঘর্ষ ট্রাম্প ফোন করে থামানোর চেষ্টা করেন। পরে মালয়েশিয়ার মধ্যস্থতায় সোমবার দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। দুই দেশের ওই সংঘর্ষে অন্তত ৪৩ জন নিহত হয়েছে এবং উভয় দেশের সীমান্ত এলাকা থেকে তিন লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

সামরিক উত্তেজনা প্রশমনে ট্রাম্পের ভূমিকাকে ‘ফলপ্রসূ’ বলেছে হোয়াইট হাউজও। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক্সে এক পোস্টে লিখেছেন, এই শান্তি সম্ভব হয়েছে ট্রাম্পের জন্যই। তাকেই দিন নোবেল শান্তি পুরস্কার! কম্বোডিয়ার উপপ্রধানমন্ত্রী ও শীর্ষ বাণিজ্য আলোচক চানথোল বলেন, আমরা শান্তির জন্য তার (ট্রাম্প) মহান প্রচেষ্টাকে স্বীকৃতি দেই।

পূর্ববর্তী নিবন্ধরাশিয়ার হামলায় ইউক্রেনে নিহতের সংখ্যা বেড়ে ২৬
পরবর্তী নিবন্ধগাজায় বালুতে মিশে যাওয়া চাল কুড়াচ্ছেন ফিলিস্তিনিরা