চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র বাহন শাটল ট্রেনে ভোগান্তি কমাতে রেলওয়ে পূর্বাঞ্চলের সঙ্গে মিটিং করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। এসময় একটি পাওয়ার কার যুক্ত ও একটি বগি বাড়ানোর প্রস্তাব করা হয়। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলীয় (সিআরবি) কার্যালয়ে প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী (পূর্ব) মো. হাবিবুর রহমানের সঙ্গে এই আলোচনা হয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির।
মিটিং এ গৃহীত সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ অহিদুল আলম বলেন, বগি শিডিউল বাড়ানো ও পাওয়ার কার যুক্ত করার প্রস্তাব নিয়ে আমরা রেলওয়ে পূর্বাঞ্চলের সঙ্গে আলোচনায় বসেছিলাম। কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে শহরের দূরত্ব অনেক বেশি হওয়ায় একটি ট্রেনের আপ–ডাউন করতে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা সময় লাগে। অন্যদিকে এই রুটে ট্রেনের লাইন একটা হওয়ায় নতুন করে শিডিউল বাড়ানো সম্ভব হচ্ছে না। আমাদেরকে অন্তত একটি ট্রেনে পাওয়ার কার দিতে আশ্বাস দিয়েছে। তবে আমাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আরেকটা ট্রেনে পাওয়ার কার সংকটের কারণে দিতে পারছে না তারা। তবে ম্যানেজ করার চেষ্টা করবে।
তিনি আরও বলেন, আমাদের শাটলে আপাতত যে মালবাহী বগিটি আছে ওইটার পরিবর্তে একটা বগি যোগ করার কথা হবে। কবে নাগাদ সিদ্ধান্তটি বাস্তবায়ন করা হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ট্রেনে বগি বাড়ানোর ব্যাপারগুলো আমাদের হাতে নেই। আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছে। হয়ত খুব শীঘ্রই বাস্তবায়ন হবে।