শাটলসহ চট্টগ্রামে চারটি ট্রেনের যাত্রা বাতিল

নিরাপত্তা ঝুঁকি

আজাদী প্রতিবেদন | রবিবার , ৭ জানুয়ারি, ২০২৪ at ৫:৫১ পূর্বাহ্ণ

নিরাপত্তার কারণে আজ ভোটের দিন চারটি ট্রেনের যাত্রা স্থগিত করা হয়েছে। গতকাল শনিবারও এসব ট্রেন চলেনি। রাজধানীর গোপীবাগে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে আগুনের ঘটনার পর চট্টগ্রাম থেকে ট্রেন চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়েছে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম সাংবাদিকদের বলেছেন, নিরাপত্তার কথা চিন্তা করে ট্রেন চলাচলে সাময়িক স্থগিতাদেশ দেয়া হয়েছে।

গতকাল সকাল ১০টায় ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম থেকে ছেড়ে যায়নি। ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন বিকেল ৩টায় এবং নাজিরহাটগামী ট্রেন বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়নি। রোববার ভোটের দিনেও এসব ট্রেন চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে যাবে না বলে জানিয়ে স্টেশন মাস্টার জাফর আলম বলেন, রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনও যাত্রা করবে না।

পূর্ববর্তী নিবন্ধজাল ভোট দিলে শাস্তি কী?
পরবর্তী নিবন্ধছয় আসনে বিশেষ নজর