বেশ ঘটা করেই মহরত হয়েছিলো ‘আগুন’ সিনেমার। কিছু অংশের শুটিংও করেছিলেন নায়ক শাকিব খান ও নবাগতা জাহরা মিতু। এ সিনেমার হাত ধরে দীর্ঘদিন পর একসঙ্গে কাজ করতে জুটি বেঁধেছিলেন জনপ্রিয় পরিচালক-নায়ক জুটি বদিউল আলম খোকন ও শাকিব খান। ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় ও ব্যবসা সফল এই জুটিকে আবারও এক হতে দেখে আশার প্রদীপ জ্বলেছিল হতাশায় নিমজ্জিত ইন্ডাস্ট্রিতে।
তবে নানা প্রতিবন্ধকতার মুখে অনিশ্চিত হয়ে পড়েছিলো ‘আগুন’ সিনেমার কাজ। সুখের খবর হলো সব প্রতিকূলতা কাটিয়ে আবারাও জ্বলে উঠছে ‘আগুন’।
বদিউল আলম খোকন নিশ্চিত করেছেন, ফেব্রুয়ারির শেষদিকেই নতুন করে শুটিং শুরু হচ্ছে তার সিনেমার। চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে চলবে চিত্রায়ন। সেই অনুযায়ীই প্রস্তুতি নেয়া হচ্ছে। এদিকে তৈরি হয়েছে ‘আগুন’ সিনেমার জন্য নতুন একটি গান। কবির বকুলের লেখা ও মুরাদ নূরের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল ও নকশী তাবাসসুম। গেল বৃহস্পতিবার মগবাজারের ফোকাস স্টুডিওতে গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটি প্রসঙ্গে এস আই টুটুল বলেন, ‘বদিউল আলম খোকন ও শাকিব খান জুটির একটি আলোচিত সিনেমা হতে যাচ্ছে ‘আগুন’। কবির বকুল ও মুরাদ নূর সময়োপযোগী একটি রিদমিক গান বেঁধেছেন। আমি এই গানটি গেয়ে অনুভব করছি অনেকদিন পর সিনেমাপ্রেমীরা একটি মিষ্টি-রোমান্টিক গান পেতে যাচ্ছেন।’ দেশ বাংলা মাল্টিমিডিয়া প্রযোজিত আগুনে শাকিব-মিতু ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ প্রমুখ। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ঈদুল ফিতরে সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আগুন’।