শাকিব খানের পরিশ্রম অনুপ্রেরণা দিয়েছে : প্রভা

| সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:০৬ পূর্বাহ্ণ

আমি শাকিব খানের সঙ্গে একটা ফটোশুট করেছিলাম। উনি এত গুড লুকিং সামনাসামনি দেখতে! আমি তাকে বলেছিলাম আপনি অনেক সুন্দর।কথাগুলো বলেছেন আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। খবর বাংলানিউজের।

সমপ্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছেন প্রভা। গত শনিবার একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। আয়োজনের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হন অভিনেত্রী। সেখানে তিনি ঢালিউড সুপারস্টারকে নিয়ে কথা বলেন।

শাকিব খানের কাজ সেভাবে না দেখলেও সমপ্রতি পরপর তিনটি সিনেমা দেখেছেন প্রভা। বিষয়টি জানিয়ে তিনি বলেন, সমপ্রতি পরপর তিনবার তার সিনেমা দেখেছি। এরপর আমি উনার ভক্ত হয়ে গেছি। কারণ তার পরিশ্রমটা আমাকে অনুপ্রেরণা দিয়েছে।

অভিনেত্রী বলেন, সত্যি কথা বলতে আমার মনে হয়সিনেমায় আমার ভাগ্য সহায় হয় না। যখন ব্যাটেবলে মিলে যায় তারপর কেন জানি কাজটা আর হয় না। এভাবেই আমার পুরো জীবনটা গেছে।

অভিনয়ের পাশাপাশি মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন প্রভা। যুক্তরাষ্ট্রে গিয়ে ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নিয়ে কাজও করছেন তিনি। তবে অভিনয়কে জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান তিনি। প্রভা বলেন, আমার ফার্স্ট ভালোবাসা অবশ্যই অভিনয়। যে কোনও ক্রিয়েটিভ কিছু আমার পছন্দ। আমি মেকআপ আর্টিস্ট এই মুহূর্তে। তার মতে ভালোবাসার সংজ্ঞা, যে মানুষটাকে আমি ভালোবাসবো তার প্রতি যথেষ্ট পরিমাণ সম্মান আর বিশ্বাস থাকবে।

পূর্ববর্তী নিবন্ধঅন্তরালেই চলছে বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি
পরবর্তী নিবন্ধআবারও একসঙ্গে ফুয়াদ-ইমরান