বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে ও ওয়ার্ল্ড অ্যালাইন্স অব বুড্ডিস্ট ডব্লিওএবি ব্যাংকক থাইল্যান্ড প্রধান কার্যালয়ের আর্থিক সহায়তায় বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরায় দুস্থ সাধন বড়ুয়া ও তার পরিবারে নতুন টিনের ঘর তৈরির কাজ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি সাধন বড়ুয়ার ঘরের সামনে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টুর সভাপতিত্বে এতে অতিথি ছিলেন যুব পরিষদের সাবেক মহাসচিব অধ্যাপক সরোজ বড়ুয়া, বর্তমান মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, চট্টগ্রাম অঞ্চলের সভাপতি রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড, সহ সভাপতি সঞ্জয় বড়ুয়া পিপলু, সাধারণ সম্পাদক তাপস বড়ুয়া, অধীর বড়ুয়া, ঢাকা অঞ্চলের সহসভাপতি টিটু বড়ুয়া, সমীর বড়ুয়া, বোয়ালখালী অঞ্চলের আহ্বায়ক সুমন বড়ুয়া ভুপেল, সচিব কাজল বড়ুয়া, যুগ্ম সচিব রাহুল বড়ুয়া, স্থানীয় আবুল বশর, মো. কামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।