শহীদ সার্জেন্ট মহি আলম ১৯৭১ সালের ১৭ নভেম্বর মহান মুক্তিযুদ্ধে বাঁশখালী উপজেলার সাধনপুর বোর্ড অফিস রাজাকার ক্যাম্পে অপারেশনের সময় রহস্যজনকভাবে শহীদ হন। খবর বাংলানিউজের।
তার অজানা গল্প নিয়ে নির্মিত ডকু-ড্রামা ‘দুইটি যুদ্ধের একটি গল্প’ বিজয় দিবসে প্রচার হবে টেলিভিশনের পর্দায়। সত্য ঘটনা অবলম্বনে মুক্তিযুদ্ধ বিষয়ক ডকু-ড্রামাটি রচনা করেছেন ফাহমিদুর রহমান। পরিচালনা করেছেন ফুয়াদ চৌধুরীর।
এতে মহি আলম চৌধুরীর চরিত্রে অভিনয় করেছেন রিয়াদ রায়হান, মারজান চৌধুরীর চরিত্রে অভিনয় করেছেন অহনা মিথুন এবং অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মির্জা শাখেছেপ শাকিব, সাইদুর রহমান পাভেল, জয়শ্রী মজুমদার লতা ও চট্টগ্রামের নান্দিমুখ থিয়েটারের একদল নাট্যকর্মী।দীপ্ত টিভির উদ্যোগে সাক্ষাৎকার এবং ঘটনার নাটকীয় দৃশ্যায়নের মাধ্যমে ‘দুইটি যুদ্ধের একটি গল্প’ নির্মিত হয়েছে।