জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জেলা শিল্পকলা একাডেমিতে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে গত ২৬ জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের জন্য মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। জেলা সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক–ই–আজম। বিশেষ অতিথি ছিলেন চিকিৎসক নেতা ডা. নাছির উদ্দিন। সিভিল সার্জনকে সাথে নিয়ে উপদেষ্টা পমডিকেল ক্যাম্প পরিদর্শন করেন। ক্যাম্পে শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধা মিলে মোট ২৫০ জনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা.তৌহিদুল আনোয়ার, ডা. পলাশ নাগ, ডা. শিব্বির আহমেদ, ডা. আবু সাদাত মো. ফিদা হাসান, ডা.মোহাম্মদ রিয়াসাদ আজিম ছিদ্দিকী, ডা. মো. শহীদুল ইসলাম, ডা. আরাফাত আজিম, ডা. শাহাদাৎ হোসেন, ডা. নাবিলা মর্তুজা, ডা. সানজিদা সুলতানা, ডা. মাকসুদা জাহান, ডা. চন্দ্রিমা বড়ুয়া, মো. আসলাম, বীনা খাতুন, উম্মে সালমা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।