শহীদ নিবাস নামে ঘর পাচ্ছে মহেশখালীর তানভিরের পরিবার

নৌবাহিনী কল্যাণ ট্রাস্ট ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উদ্যোগ

মহেশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২২ আগস্ট, ২০২৪ at ১১:৫৩ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত চট্টগ্রাম সরকারি আশেকানে আওলিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী মহেশখালীর ছেলে তানভির ছিদ্দিকির পরিবারের পাশে দাড়ালেন নৌবাহিনী অবসরপ্রাপ্ত সদস্য কল্যাণ ট্রাস্ট ও ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। তানভিরের কলেজ কর্তৃপক্ষসহ সাবেক নৌ সদস্য ও সমন্বয়করা মিলে শহীদ নিবাস নামে ঘর করে দিচ্ছেন শহীদ তানভিরের বাবাকে।

১৫ বছরের অধিক কাল বাড়িঘর ত্যাগ করে এলাকা ছেড়ে থাকা তানভিরের পরিবারের নিরাপত্তার দায়িত্ব স্থানীয়দের হাতে তুলে দেন সমন্বয়করা। গত মঙ্গলবার মহেশখালীর কালারমারছড়া মোহাম্মদ শাহ ঘোনাস্থ তানভিরের কবর জেয়ারত করতে যান নৌবাহিনী অবসরপ্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক নেতৃবৃন্দ ও সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের শিক্ষকরা। নেতৃবৃন্দরা শহীদ তানভীরের বাড়িঘর পরিদর্শন ও কবর জিয়ারত শেষে এক আলোচনা সভায় মিলিত হন।

এ সময় চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেছেন, দেশকে সংস্কার করার জন্য আমরা এই বিপ্লব করেছি। যেখানে অনিয়ম হবে সেখানেই আপনারা প্রতিবাদ করবেন। দীর্ঘ ১৫ বছর দেশকে জিম্মি করা কোনো ফ্যাসিস্টের এজেন্ট ফের অরাজকতা চালাতে চাইলে সাথে সাথে শক্ত হাতে প্রতিরোধ করবেন আপনারা। একই দিনে মেধাবী শিক্ষার্থী শহীদ তানভির ছিদ্দিকীর পরিবারকে শহীদ নিবাস নামে একটি ঘর উপহার দেয় নৌবাহিনী অবসরপ্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থা। এসময় আশেকানে আউলিয়া কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকেও পঞ্চাশ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। মহেশখালীর কালারমারছড়া মোহাম্মদ শাহ ঘোনাস্থ তানভিরের নিজ বাড়িতে শহীদ নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা, নৌবাহিনী অবসরপ্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থার মহাসচিব ক্যাপ্টেন মহসীনুল হাবীব প্রমুখ। উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, মাহফুজুর রহমান, আব্দুল্লাহ আল মাহাথির, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন, উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমা, সহকারী কমিশনার (ভূমি) তাসবীর হোসেনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে বিলাসবহুল একটি গাড়িতে আগুন
পরবর্তী নিবন্ধপুলিশের ফেলে যাওয়া অস্ত্র-গোলাবারুদ উদ্ধারের পর হস্তান্তর করল বিজিবি