শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট বাস্তবায়ন হতে যাচ্ছে-হাটহাজারীতে মীর হেলাল

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ at ৮:০৬ অপরাহ্ণ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির (চট্টগ্রাম বিভাগ) সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, তরুণ ও যুব সমাজের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুপ্রেরণায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট বাস্তবায়ন হতে যাচ্ছে। শিক্ষার মান বৃদ্ধি ও স্থানীয় জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য পড়ালেখার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সহিষ্ণুতা, মনোবল বৃদ্ধিসহ খেলোয়াড় সুলভ মনোভাব গড়ে তোলার জন্য সমাজের সকল পর্যায়ে জনগণকে এগিয়ে আসারও অনুরোধ জানান তিনি।

বুধবার (২২ জানুয়ারী) বিকালের দিকে উপজেলার নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি নাঙ্গলমোড়া আন্ত:ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খেলায় সরোয়ার কামাল স্মৃতি একাদশ ২-১ গোলে মনির আহম্মদ মাস্টার স্মৃতি একাদশ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলায় চ্যাম্পিয়ন হওয়া দলকে প্রধান অতিথির পক্ষ থেকে ১ লক্ষ ও রানার্সআপ কে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।

এসময় নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক,শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টুর্ণামেন্টের পৃষ্ঠপোষক আলহাজ্ব লায়ন সালাউদ্দীন আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, জাসাস কেন্দ্রীয় কমিটি যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম আমিন, পৌরসভা বিএনপির সদস্য সচিব মো.অহিদুল আলম, কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহী,উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আকবর আলী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মনিরুল আলম জনি,চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লায়ন আনোয়ার হোসাইন উজ্জ্বল, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো.তকিবুল হাসান চৌধুরী তকি, হাটহাজারী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিএম সাইফুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে একইদিন বুধবার দুপুরের দিকে পৌরসভার এগারমাইলস্থ শহীদ জিয়াউর রহমানের হাতে খনন কাজের উদ্বোধন করা মিঠাছরা খাল পুনঃখনন কাজ পরিদর্শন করেন এবং রাতে পৌরসভার মিরেরহাটস্থ সিটি প্যালেস সংলগ্ন মাঠে পৌরসভার ০৭ ও ০৮ নং ওয়ার্ড বিএনপি ও অংগসংগঠনের উদ্যোগে আয়োজিত বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

পূর্ববর্তী নিবন্ধপিটুপি পরিবারের বর্ণিল নিউ ইয়ার উদযাপন
পরবর্তী নিবন্ধখুলশীতে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার, গৃহকর্মী গ্রেফতার