শহীদ ওয়াসিমের পরিবারের পাশে বিএনপি নেতা সালাহউদ্দিন

পেকুয়া প্রতিনিধি | শুক্রবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৪ at ৩:৪১ অপরাহ্ণ

গণ বিপ্লবে যারা শহীদ হয়েছেন তারা জাতির শ্রেষ্ট সন্তান, ওয়াসিমদের রক্তদানের মধ্যদিয়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, তাদের চেতনা ধারণ করে প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করতে হবে।

কক্সবাজারের পেকুয়ার সন্তান ছাত্রআন্দোলনের দ্বিতীয় শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ।

শুক্রবার ( ২৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় পেকুয়া উপজেলার সদর ইউনিয়নে মেহেরনামা এলাকায় শহীদ ওয়াসিম আকরামের মা-বাবার সাথে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

এ সময় তিনি ওয়াসিম আকরামে পরিবারের খোঁজখবর নেন এবং মা-বাবাকে শান্তনা দেন।

তিনি বলেন, দেশের প্রকৃত গণতান্ত্রিক চেতনা ফিরিয়ে আনা এবং স্বাধীনতার সার্বভৌমত্বকে সুসংহত করাই জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদের রক্তের প্রতি সম্মান প্রদর্শনের একমাত্র উপায়।

তিনি আরও বলেন, শহিদ আবু সাঈদ, ওয়াসিমদের মৃত্যু অর্থবহ। জাতির মুক্তির সংগ্রামে যারাই শহীদ হয়েছেন নতুন বাংলাদেশে জাতি তাদের শ্রদ্ধাভরে স্মরণ রাখবে। দেশের গণতন্ত্রকে সুসংহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রকৃত গণতান্ত্রিক, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণই হবে শহীদদের প্রতি ঋণ পরিশোধের একমাত্র উপায়।

পরিবারের সাথে সাক্ষাৎকালে শহীদ ওয়াসিম আকরামের পিতা শফিউল আলম, মা জোসনা বেগম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, যুবদল সভাপতি কামরান জাদিদ মুকুট, ছাত্রদল সভাপতি ফরহাদ হোছেন, সাধারণ সম্পাদক মারুফ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
পরবর্তী নিবন্ধবান্দরবানে মাটি চাপা অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার