শরৎ

বনানী শেখর | বৃহস্পতিবার , ২৪ অক্টোবর, ২০২৪ at ৮:১৮ পূর্বাহ্ণ

শরৎ তোমার আহবানে

বাজলো বেনু বনে বনে।

শিশির ভেজা ব্যাকুলতা

নীল আকাশের কত কথা।

ধানের ক্ষেতের শস্যগুলো

নেচে বেড়ায় দুলো দুলো।

নদীর স্রোতের পানিগুলো

দোলে দিয়ে যায় উড়ু উড়ু।

আকাশ পানে তাকিয়ে দেখি

মেঘগুলো সব ভেসে বেড়ায়।

হৃদয় মাঝে দোলায় হৃদয়,

গভীর সুখের কথাগুলো।

তোমার আমার দেখা হলে

লুকিয়ে যেতাম গভীর কোণে।

কাশ বনেতে বসত গড়ে,

থেকে যেতাম দুজন মিলে।

পূর্ববর্তী নিবন্ধকুঁড়িদের খেলা
পরবর্তী নিবন্ধবাংলাদেশে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের হার উদ্বেগজনক বৃদ্ধি: নারীরা বেশি ঝুঁকিতে