সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) র ৯২তম খোশরোজ শরীফ উপলক্ষে গত ১৮ ডিসেম্বর বিকালে ফটিকছড়ি দক্ষিণ ধর্মপুর শাহী জামে মসজিদে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি ফটিকছড়ি দক্ষিণ ধর্মপুর শাখার উদ্যোগে মৃত ব্যক্তির গোসল, জানাযা এবং কাফন দাফন বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মুহাম্মদ ফজল করিমের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন মাওলানা মোহাম্মদ হাবিবুল হোসাইন মাইজভাণ্ডারী। এম. মোরশেদ রিমনের পরিচালনায় উপস্থিত ছিলেন ফটিকছড়ি গাউছিয়া হক কমিটির সমন্বয়ক দিদারুল আলম, আল্লামা মুছা আলকাদেরী, মাওলানা আব্দুল মান্নান আনছারী, জাহেদুল আলম মাসুদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ সাব্বির, মাস্টার সৈয়দ আনোয়ার হোসেন, এম.এস রকি, সৈয়দ জিয়াউদ্দিন, মাওলানা ইকবাল প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, ইসলামী শরীয়তের সকল বিধিবিধান পালন করা মুসলমানদের কর্তব্য। এটা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। কোরআন হাদিসের সঠিক মর্ম উদঘাটন করা বা শরীয়তের সকল বিধান বুঝে নেয়া সকলের পক্ষে সম্ভব নয়। এজন্য কোরআন হাদিসকে সঠিকভাবে জানার জন্য শরীয়ত ও ইলমে তাসাউফে অগাধ পাণ্ডিত্যের আধিকারী মুজতাহিদ আলেমের দ্বারস্থ হতে হবে।
প্রশিক্ষণ কর্মশালার শুরুতে সকলের মাঝে মাস্ক বিতরণ করা হয়। শেষে এলাকায় মৃত ব্যক্তিদের গোসল, কাফন-দাফন এবং কবর খননের বিশেষ সহযোগিতা করায় মাওলানা আব্দুল মান্নান আনছারী, মাহবুবুল আলম সওদাগর এবং নাজিম উদ্দীনকে গাউছিয়া হক কমিটি দক্ষিণ ধর্মপুর শাখার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।