শরিয়াহ মার্কেটের উন্নয়নের জন্য সিএসই’র সমঝোতা স্মারক স্বাক্ষর

| সোমবার , ১৮ আগস্ট, ২০২৫ at ৯:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই), আইএফএ কনসালটেন্সি লিমিটেড একটি শীর্ষস্থানীয় শরীয়াহ পরামর্শক প্রতিষ্ঠান এবং আদল অ্যাডভাইজরি, মালয়েশিয়াভিত্তিক একটি আন্তর্জাতিক শরীয়াহ পরামর্শক সংস্থার মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক গতকাল স্বাক্ষরিত হয়েছে। স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সিএসই’র ঢাকা অফিসে। সমঝোতা স্মারকের উদ্দেশ্য হলো শরীয়াহসম্মত আর্থিক পণ্য ও সেবার প্রসার ঘটানো এবং বাংলাদেশের মূলধন বাজারে একটি শরীয়াহসম্মত প্ল্যাটফর্ম গড়ে তোলায় পারস্পরিক সহযোগিতা। এর মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ইসলামী অর্থায়ন এবং হালাল বিনিয়োগ এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। সমঝোতা স্মারকের আওতায় সহযোগিতার মধ্যে রয়েছে সিএসই’র জন্য শরীয়াহ ইনডেক্স তৈরীর পরামর্শ সেবা, মালয়েশিয়ার নিয়ন্ত্রক সংস্থা ও প্রতিষ্ঠানের সাথে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি, শরীয়াহসম্মত নতুন পণ্য প্ল্যাটফর্ম উন্নয়ন এবং ফিনটেক খাতে শরীয়াহভিত্তিক পরামর্শ প্রদান। এর মধ্যে বিশেষভাবে অন্তর্ভুক্ত রয়েছে ক্রাউডফান্ডিং, রোবোঅ্যাডভাইজরি এবং ডিজিটাল সম্পদ, যা ইসলামী নীতি ও দেশের প্রচলিত নিয়মকানুনের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। অনুষ্ঠানে সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে কমোডিটি মার্কেট, পৃথক ইসলামিক মূলধ বাজার, শরীয়াহসম্মত রিইটস (রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্টস) এবং বিভিন্ন ইসলামিক ফান্ড, বিশেষত ইসলামিক ক্রাউডফান্ডিং চালুর পরিকল্পনার কথা উল্লেখ করেন। এই প্রেক্ষিতে আইএফএ কনসালটেন্সি ও আদল অ্যাডভাইজরির প্রতিনিধিগণ এসব উদ্যোগে শরীয়াহসম্মত সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেন। সিএসই’র পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুর রহমান মজুমদার। আইএফএ কনসালটেন্সি লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি আবদুল্লাহ মাসুম, সিএসএএ এবং আদল অ্যাডভাইজরির পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুফতি ড. ইউসুফ সুলতান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাদকাসক্ত স্বামী নেশার টাকা না পেয়ে কোপাল স্ত্রীকে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা