শরিফুলের হাতে সেলাই পড়েছে ছয়টি

বিশ্বকাপ শুরুর আগে আরেকটি ধাক্কা খেল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৩ জুন, ২০২৪ at ১০:০৮ পূর্বাহ্ণ

এমনিতেই খুব খারাপ অবস্থা চলছে বাংলাদেশ দলের। যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারের পর গত শনিবার রাতে আইসিসির প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে গো হারা হেরেছে টাইগাররা। সে ম্যাচে হারের সাথে বড় একটি ধাক্কাও খেল টাইগার শিবির। নিজেদের টিটোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে ইনজুরি সমস্যায় আরও বাড়ল বাংলাদেশের সঙ্কট। তাসকিন আহমেদের পর এবার শঙ্কায় শরিফুল ইসলাম। বাম হাতের ইনজুরি টুর্নামেন্টের প্রথম ম্যাচে অনিশ্চিতই বলা যায় তরুণ বাঁহাতি পেসারকে। পাজরের পাশের ইনজুরি সঙ্গে নিয়েই বিশ্বকাপ খেলতে গেছেন তাসকিন আহমেদ। এখনও সুস্থ না হওয়ায় টুর্নামেন্ট শুরুর আগে ভারতের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে নামতে পারেননি তিনি। এখন ভারতের বিপক্ষে ম্যাচে পাওয়া ইনজুরি অনিশ্চয়তা তৈরি হয়েছে শরিফুলকে ঘিরে। নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গত শনিবার ভারতের ইনিংসের শেষ ওভারে বাম হাতে আঘাত পান শরিফুল। হার্দিক পান্ডিয়ার জোরাল শট থামাতে হাত এগিয়ে দেন তিনি। তাতেই সর্বনাশ। ব্যথায় কাতড়াতে কাতড়াতে মাঠ ছেড়ে যেতে হয় শরিফুলকে। হাত থেকে রক্ত ঝরতেও দেখা যায়। ম্যাচ শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, হাসপাতালে নেওয়া হয়েছে শরিফুলকে।

পরে গতকাল রোববার বিসিবির দেওয়া ভিডিওতে শরিফুলের ইনজুরির সবশেষ অবস্থা জানান দলের সঙ্গে থাকা চিকিৎসক দেবাশিষ চৌধুরী। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বল ঠেকাতে গিয়ে বাম হাতের তর্জনী ও মধ্যমার সংযোগস্থলে আঘাত পান শরিফুল। মাঠে তাৎক্ষণিক পরিচর্যার পর তাকে নিকটস্থ নাসাউ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। হাতের সার্জনের তত্ত্বাবধানে তার হাতে একটি ছোট সার্জারি করা হয়। হাতে ৬টি সেলাই করা হয়েছে। দুই দিন পরে ড্রেসিং পাল্টানোর জন্য আমরা আবার সার্জনের কাছে যাব। তখন বুঝতে পারব মাঠে ফেরার জন্য কতদিন সময় লাগতে পারে। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে আগামী শনিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায়। সেলাই বোলিং করার হাতেই হওয়ায় অলৌকিক কিছু না ঘটলে ওই ম্যাচে শরিফুলকে পাওয়া যাবে না বলে দেওয়া যায়। এমনকি আগামী সোমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ ঘিরেও অনিশ্চয়তা থেকেই যায়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম আন্তঃস্কুল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) এর এন্ট্রি আহ্বান
পরবর্তী নিবন্ধশ্রীলংকা-দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ শুরু আজ