শরতের শাড়িটাতে নীলচে আকাশ
সাদা সাদা ছোপ তুলে ধুলো রঙা কাশ।
হিমঝুড়ি,বকফুল,ছাতিমের ডালে
মখমলে আভা মাখে রাঙা দুই গালে।
আমলকি, জলপাই কেন তবে কম যায়
দুষ্টুমি পাখা মেলে পানি ফল পেলে।
চালতার তাল মেনে পাকা তাল দোলে
তাল রসে রসপুরি স্বাদে মন ভোলে।
করমচা, ডুমুরে বাঁধা যেন ঘুঙুরে
নীল,সাদা মেঘে ভাসা নুপূরের গায়।
আমনের শিশুগুলো মাথা তুলে চায়
উত্তরি বায় হেসে দোলা দিয়ে যায়।