শরতের ছবি

শিবুকান্তি দাশ | বুধবার , ২০ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৩৩ পূর্বাহ্ণ

আজকে আমার ঘুম ভেঙেছে ভোর বিহানে

জানলা দিয়ে সূর্য্য ডাকে পাখির গানে

শয্যা ছেড়ে বাইরে এসে নিজেকে হারাই

এমন ভালো লাগছে আমার ভাবছি একাই।

ভেবে ভেবে পা বাড়ালাম মেঠোপথে

সবুজ ঘাসের পথ মাড়িয়ে আলোর রথে

খানিক পরে মরা খালের সাঁকোর পরে

দাঁড়িয়ে গেলাম কি এক ভালো লাগার ঘোরে।

এদিক সেদিক দেখছি আমি দুচোখ মেলে

মাঠের সবুজ ধানের চারা হাওয়ায় খেলে

কী অপরূপ রূপের ছবি দেখতে যদি

বিলের পাশে যাচ্ছে বয়ে ছোট্ট নদী।

নদীর দুপাড় সাদা কাশে জুড়ায় নয়ন

মৌমাছিদের উড়াউড়ি ভন ভন ভন

শিউলি ফুলের গন্ধে আমার মনটা ভরে

শরত এসে জাগিয়ে দিলো যত্ন করে।

পূর্ববর্তী নিবন্ধছড়ায় আমি শরত দেখি
পরবর্তী নিবন্ধমন মানে না মানা