শব্দ দূষণ বন্ধ হোক

| বুধবার , ২৩ অক্টোবর, ২০২৪ at ৯:০৮ পূর্বাহ্ণ

বাংলাদেশে একটি আইন আছে, সড়ক পরিবহন আইন, ২০১৮। এই আইনের ৮৮ ধারা অনুযায়ী, নির্ধারিত শব্দ মাত্রার অতিরিক্ত উচ্চ মাত্রার কোনোরূপ শব্দ সৃষ্টি বা হর্ন বাজানো বা কোনো যন্ত্র, যন্ত্রাংশ বা হর্ন মোটরযানে স্থাপন করলে অনধিক ৩ মাসের কারাদণ্ড বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। প্রথমবার আইন ভঙ্গ করলে ৫০০ টাকা জরিমানা এবং দ্বিতীয়বার আইন ভঙ্গ করলে আরও বেশি জরিমানা করা হবে।

অথচ অহরহ এই আইন ভঙ্গ করলেও এই আইনের যথাযথ প্রয়োগ সড়কে বা নগরে আমরা কখনো দেখতে পাই না। বর্তমান অন্তবর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা ইতিমধ্যেই হর্ন বাজানো নিয়ন্ত্রণে পদক্ষেপ গ্রহণ করেছেন। পরবর্তী প্রজন্ম যেন শব্দ দূষণ ছাড়া বেড়ে উঠতে পারে, সে জন্য হর্নের ব্যবহার বন্ধ করতে হবে। অযথা হর্ন বাজানো বন্ধে সঠিক পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি নাগরিকদের মানসিকতাও পরিবর্তন করতে হবে।

জান্নাতুল ফেরদৌস মিতু

শিক্ষার্থী,

সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, ফরিদপুর।

পূর্ববর্তী নিবন্ধসুনীল গঙ্গোপাধ্যায় : কবি ও ঔপন্যাসিক
পরবর্তী নিবন্ধকক্সবাজার রেলপথে হাতির নিরাপদ চলাচল