শপথ নিলেন চন্দনাইশের নবনির্বাচিত ৭ ইউনিয়নের সদস্যরা

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৯:৩৭ অপরাহ্ণ

চন্দনাইশের ৭ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণের একদিন পর শপথ নিলেন ৭ ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্যরা।

আজ বৃহস্পতিবার(১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সদরস্থ কাসেম-মাহাবুব উচ্চ বিদ্যালয় হল রুমে ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম। এসময় বিশেষ উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন ৭ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ধোপাছড়ি ইউপি চেয়ারম্যান মো. আবদুল আলীম, বরকল ইউপি চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী, বরমা ইউপি চেয়ারম্যান মো. খোরশেদ আলম টিটু, বৈলতলী ইউপি চেয়ারম্যান এস.এম. সায়েম, কাঞ্চনাবাদ ইউপি চেয়ারম্যান আবদুল শুক্কুর কোম্পানী, হাশিমপুর ইউপি চেয়ারম্যান এড. মো. খোরশেদ বিন ইসহাক এবং জোয়ার ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন।

এর আগে গতকাল বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমান চন্দনাইশের ৭ ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।

এসময় বক্তারা বলেন, আপনারা জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। যাদের ভোটে আপনারা জনপ্রতিনিধি হয়েছেন তাদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকবেন। সরকারি সকল অনুদান সমবন্টন নিশ্চিত করা আপনাদের দায়িত্ব।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশ হাসপাতালে রোগীর স্বজনদের হামলায় চিকিৎসকসহ আহত ২
পরবর্তী নিবন্ধইলিশে সয়লাব টেকনাফ উপকূল