অলিম্পিকে একটি পদক জয়ই যেখানে অনেক বড় ব্যাপার। সেখানে তাসমানিয়ার টিটমাস কিনা জিতেছেন টানা দুটি অলিম্পিক সোনা।
এমনই এক কীর্তি গড়ে কিংবদন্তির খাতায় নাম লিখিয়ে ফেলেছেন এই নারী সাঁতারু।
যুক্তরাষ্ট্রের কেটি লেডিকি ও কানাডার সামার ম্যাকিন্টোসকে পেছনে ফেলে প্যারিস অলিম্পিক সাঁতারে মেয়েদের ৪০০ মিটার ফ্রিস্টাইলের সোনা জিতেছেন টিটমাস। প্রায় ১০০ বছরের মধ্যে প্রথম নারী হিসেবে ৪০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে টানা দুই অলিম্পিকে সোনা জয়ের রেকর্ডটি এখন শুধুই টিটমাসের।
ডন ফ্রেজারের পর প্রথম অস্ট্রেলিয়ান নারী হিসেবে সাঁতারের যেকোনো ইভেন্টে টানা দুইবার অলিম্পিক সোনা জয়ের কীর্তিও গড়েছেন টিটমাস। ফ্রেজার ১৯৫৬ থেকে ১৯৬৪ পর্যন্ত টানা তিন অলিম্পিকে জিতেছিলেন ১০০ মিটার ফ্রিস্টাইলের স্বর্ণ পদক।