শত বছরের পুকুর ভরাটে বাধা

তিনজনকে পিটিয়ে আহত

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৫ জুলাই, ২০২২ at ৭:২৩ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়ায় শত বছরের প্রাচীন একটি পুকুর ভরাটে বাধা দেয়ায় তিনজনকে পিটিয়ে গুরুতরভাবে আহত করা হয়েছে। গত রোববার রাতে বাকলিয়া থানাধীন মোহাম্মদ আজিজ শাহ পাড়ার হাজী সালেহ আহমেদ মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটে। আহত তিনজন হলেন আব্দুল্লাহ আল ছগির (৫৮), মোশারফ হোসেন বাপ্পি (৪০), সৈয়দ মাহমুদ (৪৮)। এদের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ এবং স্থানীয় সূত্র জানিয়েছেন, বাকলিয়ার বলির হাটের কাছে হাজী সালেহ আহমদ মেম্বারের বাড়িতে শত বছরের প্রাচীন একটি বড় পুকুর রয়েছে। এই পুকুরটি বাড়ির বাসিন্দাদের পৈত্রিক। ইতোমধ্যে পুকুরের মালিকদের বংশ বড় হয়েছে। মালিকানাও হাত বদল হয়েছে। কয়েকজন ওয়ারিশ থেকে কেনার পর স্থানীয় কিছু ব্যক্তি পুকুরটি ভরাট করার উদ্যোগ নেয়। কিন্তু পৈত্রিক এই পুকুরটি ভরাটে মালিকপক্ষের বেশির ভাগ সদস্যেরই আপত্তি রয়েছে।
গত রোববার রাত আনুমানিক সাড়ে ৯টা নাগাদ ২০/২৫ জনের একটি দল পুকুরটি ভরাট করতে আসে। এ সময় মালিকপক্ষের কয়েকজন বাধা দিলে তাদের উপর হামলা চালানো হয়। এতে উপরোক্ত ৩ জন গুরুতরভাবে আহত হয়। এদের মধ্যে আব্দুল্লাহ আল ছগির ও মোশারফ হোসেন বাপ্পিকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকলিয়া থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবদুর রহিম ঘটনার কথা শুনে এলাকায় পুলিশ পাঠিয়েছেন বলে জানান। তবে কেউ থানায় মামলা করেননি বলেও তিনি জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধকোর্ট হিলে ফের উত্তেজনা
পরবর্তী নিবন্ধনগরে অবৈধ পশুর হাট চার প্রতিষ্ঠানকে জরিমানা