শতাধিক শিল্পকর্ম নিয়ে শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর্ট ক্লাবের ‘চট্টরঙ্গ শিল্পপ্রদর্শনী–২০২৩’। গতকাল বিকেলে চট্টগ্রাম শিল্পকলা একাডেমির শিল্পাচার্য জয়নুল আবেদিন গ্যালারিতে তিন দিনের এ প্রদর্শনীর উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত শিক্ষক ভাস্কর অলক রায়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে তিনি এ প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অনুবাদক ও শিল্প সমালোচক আলম খোরশেদ এবং ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর্ট ক্লাব’র উপদেষ্টা ও মেরিডিয়ান গ্রুপের পরিচালক আকিব কামাল।
গতকাল শুরু হওয়া এ প্রদর্শনী আগামীকাল (শনিবার) পর্যন্ত চলবে। প্রতিদিন বিকাল চারটা থেকে রাত ৮টা পর্যন্ত প্রর্দশনী সকলের জন্য উন্মুক্ত থাকছে। উদ্বোধনের পরপরই প্রদর্শনীতে দর্শনাথীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেকেই এসেছেন তরুণ শিল্পীদের শিল্পকর্ম দেখতে। অতিথিরাও গ্যালারি জুড়ে প্রদর্শিত শিল্পকর্ম ঘুরে দেখেন। শিল্পকর্মে কেউ ফুটিয়ে তুলেছেন জেলেদের মাছ ধরা, কেউ এঁকেছেন কর্ণফুলী নদী, কেউ এঁকেছেন পাতা ঝরার দৃশ্য। কালো সাম্পান, উত্তাল সমুদ্র, সহচরী, গুধূলী বেলার মনোরম দৃশ্যও ফুটিয়ে তুলেছেন শিল্পীরা। চবির শিক্ষার্থীরা তো আছেনই, অন্যান্য অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও বন্ধু–বান্ধব ও সদল–বলে প্রদর্শনী উপভোগ করতে এসেছেন। তরুণ শিল্পীদের শিল্পকর্মে অনেকটা মুগ্ধ হয়ে ফিরেছেন দর্শনার্থীরা।
আয়োজকরা জানান– প্রায় পাঁচ শতাধিক শিল্পকর্ম থেকে যাচাই–বাছাই শেষে ৫০ জন শিল্পীর প্রায় ১০০ শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে প্রদর্শনীতে। প্রদর্শনীতে অংশ নেয়া শিল্পীর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউট ছাড়াও বিভিন্ন বিভাগের শিল্পপ্রেমী ও নিজ উদ্যোগে শিল্পচর্চা করেন এমন শিক্ষার্থীরা রয়েছেন। চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ও চট্টগ্রামের বাইরে অবস্থানরত এমন তরুণ শিল্পীও আছেন বেশ কয়েকজন। ২০১৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর্ট ক্লাব প্রতিষ্ঠা হয়। সংগঠনে ২০ জনের মতো সদস্য রয়েছেন। এটি ক্লাবের আয়োজনে দ্বিতীয় প্রদর্শনী। সংগঠন সংশ্লিষ্টরা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর্ট ক্লাব সূচনালগ্ন থেকেই চট্টগ্রামের তরুণ শিল্পপ্রেমীদের নিয়ে কাজ করছে। উৎসাহ পায় এমন কিছু করার উদ্যোগ নিয়েছে। সর্বোপরি চট্টগ্রামবাসীর মধ্যে শিল্প প্রদর্শনী পরিদর্শন, শিল্পকর্ম সংগ্রহের অভ্যাস ও আগ্রহ সৃষ্টিতে কাজ করছে। এই ‘চট্টরঙ্গ শিল্পকর্ম প্রদর্শনী ২০২৩’ তারই বহিঃপ্রকাশ।