শতদলের সাথে ড্র করেও শীর্ষে কিষোয়ান

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১৫ অক্টোবর, ২০২৩ at ৫:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগে আবারো ড্র করে পয়েন্ট হারিয়েছে কিষোয়ান স্পোর্টিং ক্লাব। তবে তাতে অবস্থানের হেরফের হয়নি তাদের। শীর্ষস্থান ধরে রেখেছে তারা। গতকাল শনিবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কিষোয়ান ১১ গোলে শতদলের সাথে ড্র করে। আগের খেলায় তারা মুক্তিযোদ্ধার সাথে ড্র করে প্রথম পয়েন্ট হারিয়েছিল। ৬ খেলা শেষে ১৪ পয়েন্ট নিয়ে কিষোয়ান লিগের শীর্ষে অবস্থান করছে। সমান খেলা শেষে তাদের পেছনে আছে উদয়ন ১০ পয়েন্ট, ব্রাদার্স ইউনিয়ন ৯ পয়েন্ট এবং কোয়ালিটি স্পোর্টস ক্লাব ৯ পয়েন্ট। প্রথম চারটি খেলা জয়লাভের পর শেষ দুটি খেলা তারা পরপর ড্র করে। অন্যদিকে শতদল ৬ খেলা শেষে এখনো জয়ের মুখ দেখতে পায়নি। তারা একটি খেলায় পরাজিত হলেও ৫টি খেলায় ড্র করেছে। তাদের পয়েন্ট ৫। গতকালের খেলায় প্রথমে এগিয়েছিল শতদল ক্লাবই। আক্রমণ প্রতি আক্রমণে গড়া খেলাটি প্রথম থেকেই জমে উঠে। এ থেকে প্রথমার্ধেই দু’দল গোল করার বেশ কিছু সুযোগ পায়। তবে তা থেকে একটি কাজে লাগাতে পারে শতদল ক্লাব। এর আগে কিষোয়ান একটি সুবর্ণ সুযোগ নষ্ট করে। খেলার ১৮ মিনিটে কিষোয়ানের আবিদ হাসান আবির একটি সংঘবদ্ধ আক্রমন থেকে বল পান বক্সের ভেতর কিপারের সামনেই। কিন্তু তিনি বলটি কিপারের বুকে মেরে দেন। এর কিছু পরেই এগিয়ে যেতে সমর্থ হয় শতদল। পাল্টা আক্রমণে উঠে তারা খেলার ২২ মিনিটে। বাম প্রান্ত দিয়ে বল পায়ে এগিয়ে যান আরমান হোসেন। ছোট বক্সের কাছাকাছি এসে বাঁ পায়ের মাটি ঘেষা শটে বল জালে জড়িয়ে দেন ()। এ গোলের পর কিষোয়ানের আক্রমণভাগ বেশ তৎপর হয়ে উঠে। উপর্যুপরি বেশ কয়েকটি আক্রমণ পরিচালনা করে তারা। গোলের সুযোগ গড়ে উঠলেও তা কাজে লাগাতে পারেনি কিষোয়ান। একবার শফিকের সেন্টার গোলমুখে সতীর্থ খেলোয়াড়রা না থাকায় কাজে আসেনি। আরেকবার আবির ঠিকভাবে পা ছোঁয়াতে ব্যর্থ হলে তা আর গোলে রুপান্তরিত হয়নি। প্রথমার্ধের শেষ দিকে শতদলের আরমানও একটি সুযোগ হারান। এ অর্ধের ইনজুরি টাইমে কিষোয়ান খেলায় ফিরে আসার সুবর্ণ সুযোগ পায়। এসময় আবিরের কাছ থেকে বল পান সাইফুল ইসলাম সাদ্দাম। তিনি বক্সের খুব কাছ থেকে ক্রস পিচের উপর দিয়ে মেরে এ সুযোগ নষ্ট করেন। ফলে এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় কিষোয়ান। দ্বিতীয়ার্ধেও দুই দলের আক্রমণ পাল্টা আক্রমণের খেলা চলতে থাকে। কিন্তু এ থেকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারছিল না তারা। ৭৮ মিনিটে বাম প্রান্ত দিয়ে আক্রমণ শানায় কিষোয়ান। দলের বদলি খেলোয়াড় সাব্বির আহমেদ কিছুটা এগিয়েই বাঁ পায়ের দুর্দান্ত শট নেন। তার জোরালো শট রুখে দেয়ার সুযোগ পাননি শতদল কিপার হিরু। বল জালে জড়িয়ে যায় ()। স্বস্তি আসে কিষোয়ান ডাগআউটে। এরপরও কিষোয়ান খেলায় এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। কিন্তু তা ব্যর্থ হলে পয়েন্ট ভাগাভাগি করেই ফিরতে হয় দু’দলকে। গতকালের খেলায় ম্যাচ সেরা নির্বাচিত হন শতদল ক্লাবের আরমান হোসেন। খেলা শেষে তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন সিডিএফএ নির্বাহী সদস্য মোহাম্মদ ইসহাক। প্রিমিয়ার লিগে আজ ১৫ অক্টোবর চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ এবং কাস্টমস এস.সি পরস্পরের মোকাবেলা করবে। বিকাল ৩টায় খেলাটি এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধআমরা ছয় ম্যাচের ছয়টাই জিততে পারি : মোস্তাফিজ
পরবর্তী নিবন্ধচিটাগং স্কোয়াড ক্রিকেট একাডেমির জার্সি উন্মোচন