শঙ্খে নিখোঁজের ২৩ ঘণ্টা পর ভেসে উঠলো যুবকের মৃতদেহ

সাতকানিয়া ও চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ২১ মে, ২০২৫ at ৭:৪৭ পূর্বাহ্ণ

২৩ ঘণ্টা পর ভেসে উঠলো শঙ্খ নদীতে ডুবে যাওয়া মোহাম্মদ করিমের (২১) মৃতদেহ। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে তার মৃতদেহ ভেসে উঠে। এরআগে গত সোমবার দুপুরে শঙ্খ নদীতে গোসলে নেমে আর উঠে আসতে পারেনি করিম। গতকাল শঙ্খের একই স্থানে তার মৃতদেহ ভেসে উঠে। এ সময় নদীর পাড়ে উপস্থিত স্থানীয় জনতা ও স্বজনরা তার লাশ তীরে নিয়ে আসে।

নিহত করিম কক্সবাজারের উখিয়া ট্যাংখালি ক্যাম্প নং১৩ এর বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি গত দেড় মাস ধরে সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাটগড় গ্রামের একটি মুরগির খামারে কাজ করছিলেন তিনি।

জানা যায়, গত সোমবার দুপুরে ভাত খাওয়ার পর স্থানীয় ৩/৪ জনসহ শঙ্খ নদীতে গোসল করতে নামে নিহত করিম। বেশ কিছুক্ষণ পর সবাই সাঁতরিয়ে কূলে উঠে আসলেও করিম তলিয়ে যায়। প্রথমে স্থানীয়রা এবং পরে ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম থেকে ডুবুরি টিম এসে উদ্ধার কার্যক্রম চালায়। কিন্তু সন্ধ্যা হয়ে আসলেও তার খোঁজ পাওয়া যায়নি এবং উদ্ধার অভিযান সাময়িক বন্ধ থাকে।

গতকাল সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করা হয়। অবশেষে নদীর যে স্থানে ডুবে গিয়েছিল ২৩ ঘণ্টা পর ওই স্থানেই তার লাশটি ভেসে উঠে। এ সময় উপস্থিত স্থানীয়রা তার লাশটি নদীর তীরে তুলে আনে। খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করে।

পূর্ববর্তী নিবন্ধসন্ত্রাসবিরোধী অধ্যাদেশের একটি ধারা নিয়ে সম্পাদক পরিষদের উদ্বেগ
পরবর্তী নিবন্ধজনগণকে ভোটাধিকার বঞ্চিত করার পাঁয়তারা শুরু হয়েছে : ফখরুল