শখের কবুতরের ঘরের দরজা বন্ধ করতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:১৯ পূর্বাহ্ণ

চন্দনাইশে শখের কবুতরের বাসার দরজা বন্ধ করতে গিয়ে তিন তলা পাকা বাড়ির ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম মো. আমজাদ হোসেন (৪৮)। গত সোমবার সন্ধ্যায় তিনি নিজ ঘরের ছাদ থেকে পড়ে আহত হওয়ার পর চমেক হাসপাতালে ভর্তি করা হলে ওইদিন রাতেই মারা যান। উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নগরপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানীয় সাংবাদিক আজিমুশানুল হক দস্তগীর জানান, নগরপাড়া গ্রামের মো. ফিরোজ আহমদের ছেলে আমজাদ হোসেন বাড়ির সামনে একটি মুদি দোকান করতেন। এর আগে তিনি প্রবাসে ছিলেন অনেকদিন। তিনি নিজের তিনতলা পাকা বাড়ির ছাদে শখ করে কবুতর পালতেন।

ঘটনার দিন সন্ধ্যায় তিনি কবুতরের ঘরের দরজা বন্ধ করতে ছাদে উঠলে হঠাৎ নিচে পড়ে যান। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দোহাজারী হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওইদিন রাতেই তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহত আমজাদ হোসেনের স্ত্রী, তিন পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা সাংবাদিকদের জানান, সাতবাড়িয়া নগরপাড়ার আমজাদ হোসেন নামে ওই ব্যক্তি সন্ধ্যায় কবুতরের বাসার দরজা বন্ধ করতে তিনতলা বাড়ির ছাদে উঠে পড়ে গিয়ে গুরুতর আহত হন এবং চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনিয়ম রক্ষার ম্যাচে ভুটানকে হারালো বাংলাদেশের মেয়েরা
পরবর্তী নিবন্ধনিজেকে সুস্থ রাখতে বিষমুক্ত খাদ্য উৎপাদন খুবই জরুরি