লায়ন্স ক্লাব অব চিটাগং রোদসীর জয়েন্ট ট্রেজারার লায়ন শংকর আচার্য্য (৪৪) গতকাল মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। তিনি স্ত্রী, ৩ কন্যা, ১ পুত্রসহ অসংখ্য আত্মীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুকে লায়ন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল, কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দীন চৌধুরী, কেবিনেট ট্রেজারার লায়ন ইমতিয়াজ ইসলাম, লায়ন ইঞ্জিনিয়ার চন্দন দাশ, লায়ন সুজিত কুমার দাশ, লায়ন অশোক কুমার নাথ, লায়ন দেবাশীষ দাশ, লায়ন তাপস কুমার নন্দীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবার–পরিজনের প্রতি সমবেদনা জানান।