লৌকিকের দেয়াল চিত্র অংকন কর্মসূচি

| বুধবার , ১৪ আগস্ট, ২০২৪ at ৭:৩৭ পূর্বাহ্ণ

ছাত্রজনতার আন্দোলনে নিহতদের স্মরণে লৌকিকের আয়োজনে পাঁচদিনব্যাপী দেয়াল চিত্র অংকন কর্মসূচি গত ৭ আগস্ট সম্পন্ন হয়েছে। নগরের দুই নম্বর গেট এলাকায় কর্মসূচি উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা মিজানুর রহীম চৌধুরী ও পৃষ্ঠপোষক প্রথার উদ্যোক্তা এরিনা সুলতানা। কর্মসূচি সমন্বয় করেন শিক্ষার্থী রাদিয়া জাহারা, জান্নাতুল মাওয়া, মুশফিকুর রহিম চৌধুরী ও আদনান উর রহমান।

লৌকিক সদস্যদের সাথে কর্মসূচিতে অংকুরিয়ান ২৪, স্কাই ওয়াচার্স ক্লাবসহ নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কর্মসূচিতে সংহতি জানিয়েছেন নাট্যজন ও রাজনীতিবিদ স্বপন মজুমদার, রাজনীতিবিদ হাসান মারুফ রুমী, প্রকৌশলী গোলাম কিবরিয়া জুয়েল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব চিরন্তন চিরু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক এজিএম নিয়াজ উদ্দিন, অধ্যাপক এনায়েতুল্লাহ পাটোয়ারী, উদ্যোক্তা এরিনা সুলতানা, স্কাই ওয়াচার্স ক্লাবের পক্ষে মুরাদ হাসান ও সানজিদা মনি, শিক্ষিকা পূরবী চৌধুরী, ব্যবসায়ী মহিউদ্দিন, শাহীন, শেখ মইনুল আজাদ, শ্রীধাম কুমার শীল ও আব্দুল মান্নান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্রের পাশে বিএনপি নেতৃবৃন্দ
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে খেলার মাঠের খাস জমি দখলমুক্ত