লোহাগাড়ায় ৫ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী গ্রেপ্তার

আজাদী অনলাইন | বুধবার , ১৬ জুন, ২০২১ at ৮:০৪ অপরাহ্ণ

লোহাগাড়ায় ৫ হাজার ইয়াবাসহ মো. শাহজাহান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (১৫ জুন) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলা পরিষদ গেইটের সামনে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহজাহান কুমিল্লার দাউদকান্দি থানার জিংলাতলী এলাকার মোহাম্মদ আলীর পুত্র। এ সময় জব্দ করা হয়েছে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত মোটরসাইকেলটি।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, মোটরসাইকেলে তল্লাশি করে তার কাছে ইয়াবাগুলো পাওয়া যায়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আজ বুধবার (১৬ জুন) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবিধি-নিষেধ বাড়ল আরও এক মাস
পরবর্তী নিবন্ধকাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে মাত্র ১টিতে