লোহাগাড়ার চুনতিতে ১০ হাজার পিস ইয়াবাসহ মো. সাকিব হোসেন (২৮) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার সকাল সাড়ে ১০ টার দিকে চট্টগ্রাম–কঙবাজার মহাসড়কে ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাকিব হোসেন নোয়াখালির চাটখিল থানার মোহাম্মদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফাঁওড়া বানসা বাজার এলাকার মৃত নুরুল ইসলামের পুত্র।
এ সময় জব্দ করা হয়েছে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার। পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে চট্টগ্রামমুখি একটি প্রাইভেকারে তল্লাশি করা হয়। এ সময় প্রাইভেটকারে বিশেষ কায়দায় রাখা ইয়াবাগুলো পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, ইয়াবাসহ গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।