লোহাগাড়ায় ১৪ মামলায় সাড়ে ৪৪ হাজার টাকা জরিমানা

আচরণবিধি লঙ্ঘন

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ২৫ ডিসেম্বর, ২০২১ at ৫:০৯ পূর্বাহ্ণ

প্রচারণার শেষদিনে লোহাগাড়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় আট চেয়ারম্যান ও ছয় মেম্বার প্রার্থীর সমর্থকদের ১৪ মামলায় সাড়ে ৪৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার দিনব্যাপী বড়হাতিয়া, পদুয়া, চরম্বা, কলাউজান, পুটিবিলা ও চুনতি ইউনিয়নে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, প্রার্থীর সমর্থকরা নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন করায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়েছে। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নির্বাচনের দিন ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, বিজিবি ও ব্যাটালিয়ান আনসার সদস্যরা মাঠে থাকবে।
উল্লেখ্য, গতকাল শুক্রবার রাত ১২টায় বন্ধ হয়েছে নির্বাচনী প্রচারণা। আগামীকাল লোহাগাড়ার ছয় ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধলঞ্চে ভয়াবহ আগুন, ৩৭ মৃত্যু
পরবর্তী নিবন্ধবিদ্রোহী প্রার্থীদের নিয়ে অস্বস্তিতে বোয়ালখালী আওয়ামী লীগ