লোহাগাড়ায় ১৪শ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ২ অক্টোবর, ২০২১ at ৫:৫৪ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোহাম্মদ এহসান (৩৫) এক হাজার চারশ ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সদর ইউনিয়নে থানার মূল গেটের সামনে মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এহসান উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দর্জিপাড়ার হাফেজ আহম্মদের পুত্র। পুলিশ জানায়, গ্রেপ্তার এহসান এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে তার দেহ তল্লাশী করে ইয়াবাগুলো পাওয়া যায়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় একাধিকবার কারাগারেও গেছেন তিনি। জামিনে এসে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। কয়েক বছর আগে এহসান নিজ এলাকার এক মসজিদে তৎকালীন ওসি মোহাম্মদ শাহজাহানের উপস্থিতিতে মুসল্লীদের সামনে আর মাদক ব্যবসায় জড়িত হবে না বলে ওয়াদা করেছিলেন। এছাড়া অতীতের ভুলের জন্য এলাকাবাসীর কাছে ক্ষমা চেয়েছিলেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, চিহ্নিত মাদক ব্যবসায়ী এহসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধননী বালা দে
পরবর্তী নিবন্ধকৃষকের ক্ষেত নষ্ট করল দুর্বৃত্তরা