লোহাগাড়ায় ১৩ মামলায় সাড়ে ৫ হাজার টাকা জরিমানা

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ আগস্ট, ২০২২ at ৬:১৫ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় ১৩ মামলায় ৫ হাজার ৬শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার চট্টগ্রাম-কঙবাজার মহাসড়কে আধুনগর ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।
তিনি জানান, অনিবন্ধিত মোটরযান, ত্রি-হুইলার, মোটরসাইকেল, সিএনজি অটোরিঙা ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোসহ বিভিন্ন অপরাধে জরিমানা আদায় করা হয়েছে। এ সময় সড়ক পরিবহন আইন মেনে চলতে সকলকে সচেতন করা হয়। এছাড়া মহাসড়কে ত্রি-হুইলার চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা প্রতিপালনের জন্য চালকদের নির্দেশ দেয়া হয়। পরবর্তীতে আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। অভিযানে থানার এসআই মামুনসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে ১৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
পরবর্তী নিবন্ধশক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া