লোহাগাড়ায় স্বাস্থ্যবিধি অমান্য ৭ হোটেলকে জরিমানা

আজাদী প্রতিবেদন | রবিবার , ১১ এপ্রিল, ২০২১ at ৭:৪৭ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় স্বাস্থ্যবিধি না মানায় ৭ রেঁস্তোরাকে ৭ হাজার ২শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার বিকেলে উপজেলা সদর বটতলী মোটর স্টেশন ও পদুয়া তেওয়ারীহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী।
জরিমানা করা হয়েছে, বাঙ্গালিয়া রেস্টুরেন্ট, শাহ মজিদিয়া, হোটেল দি জামান, পদুয়া চটপটি, আমিরাবাদ ভাত ঘর, পদুয়ায় নামবিহীন হোটেল ও কুলিং কর্ণারকে। নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী জানান, স্বাস্থ্যবিধি না মানায় ৭ হোটেল-রেঁস্তোরাকে ৭ হাজার ২শ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় হোটেলগুলোকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দেয়া হয়। অভিযানে সহায়তা করেন লোহাগাড়া থানার এসআই দেলোয়ার হোসেন, উপজেলা ভূমি অফিসের সমির চৌধুরী ও নয়ন দাশ।

পূর্ববর্তী নিবন্ধমুরাদপুরে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধমহেশখালীতে হতদরিদ্রদের সহায়তায় ‘মানবতার ঘর’