লোহাগাড়ায় সাড়ে ৪শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২০ নভেম্বর, ২০২৫ at ৯:০৬ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় সাড়ে ৪শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এসব বীজ ও সার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম।

জানাযায়, ২০২৫২৬ অর্থ বছরে রবি মৌসুমে উপজেলার ৯ ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বাছাই করে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ফসলের বীজ বিতরণ করা হয়েছে। এরমধ্যে ২৫০ জন কৃষককে সরিষা, ১শ জন কৃষককে ফেলন, ৮০ জন কৃষককে মুগ ডাল, ১০ জন কৃষককে চীনা বাদাম ও ১০ জন কৃষককে সূর্যমুখি বীজ বিতরণ করা হয়। পাশাপাশি প্রতিজন কৃষকের জন্য নির্ধারিত পরিমাণ ডাইঅ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ও মিউরেট অফ পটাশ (এমওপি) সার বরাদ্দ ও বিতরণ করা হয়েছে।

লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম জানান, রবি মৌসুমে আবাদ বৃদ্ধি ও উৎপাদন সহায়তায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষকরা এই বীজ ও সার সঠিক নিয়মে ব্যবহার করছে কিনা তা নিয়মিত তদারকির আওতায় আনা হবে। কোনো অনিয়মের প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ মাসুদ কারাগারে
পরবর্তী নিবন্ধজনগণই ধানের শীষের বিজয় সুনিশ্চিত করবে