লোহাগাড়ায় ৭ হাজার পিস ইয়াবাসহ ৩ পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার(৬ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা কার্যালয়ের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো কুমিল্লার বরুড়া থানার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বরুড়া বাজার এলাকার মৃত আব্দুল মমিনের পুত্র আব্দুল কাদের প্রকাশ জিলানী(৩৪), বান্দরবানের নাইক্ষ্যাংছড়ি থানার ঘুমধুম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উত্তর ঘুমধুম বড়বিল এলাকার মৃত মো. হোসেনের পুত্র মো. সালামুল্লাহ(২০) ও কক্সবাজারের উখিয়া থানার রত্নাপালং ৮নং ওয়ার্ডের বালুখেয়া পালং এলাকার মৃত সৈয়দ হোসেনের পুত্র মো. সিরাজ(২০)।
পুলিশ জানায়, চট্টগ্রামমুখী যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবাগুলো পাওয়া যায়। ইয়াবাগুলো কক্সবাজার থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল তারা।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আতিকুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। আজ সোমবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।