লোহাগাড়ায় মুখোশ পরে বসতঘরে ডাকাতি

আজাদী প্রতিবেদন | সোমবার , ৭ ডিসেম্বর, ২০২০ at ১০:৪৩ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চুনতিতে বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নারিশ্চা গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন ওই এলাকার মৃত মো. ইসলাম সওদাগরের পুত্র যথাক্রমে জামাল উদ্দিন, দিদারুল হক ও আবু সুফিয়ান। স্থানীয় ইউপি সদস্য আবদুল মান্নান সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ক্ষতিগ্রস্ত দিদারুল হক জানান, প্রায় ২০ জনের মুখোশ পরিহিত সশস্ত্র ডাকাতদল একতলা বিশিষ্ট পাকাঘরের ছাদ দিয়ে কৌশলে বসতঘরে ঢুকে পড়ে। বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩ লাখ টাকা, ৪ ভরি স্বর্ণালংকার, মোবাইলসেট ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম জামান জানান, ডাকাতির ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি। তবে তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধরেলের অতিরিক্ত মহাপরিচালক হলেন পূর্বাঞ্চলের জিএম সরদার সাহাদাত আলী
পরবর্তী নিবন্ধবাংলাদেশ সাংবাদিক পরিষদের কমিটি