লোহাগাড়ায় মো. রুবেল (৩৮) নামে মাদকাসক্ত এক ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন পিতা। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের মোছনার হাট এলাকায় এ ঘটনা ঘটে। রুবেল ওই এলাকার শফিক আহম্মদের পুত্র।
মাদকাসক্ত রুবেলের পিতা–মাতা জানান, দীর্ঘদিন যাবৎ তাদের ছেলে মাদকসেবন করে আসছে। পারিবারিক ও সামাজিকভাবে নিষেধ করার পরও মাদক থেকে সরে আসে নাই। বরং মাদকাসক্ত হয়ে পরিবারের সদস্যদের ওপর শারীরিকভাবে নির্যাতন করত। শুক্রবার দুপুরেও মাদকাসক্ত হয়ে পরিবারের সদস্যদের সাথে ঝগড়া করছিল। তাই অতিষ্ঠ হয়ে স্থানীয় ইউপি সদস্যের সহায়তায় পুলিশকে জানালে তাকে মাদকদ্রব্যসহ আটক করে।
ইউপি সদস্য আবু বক্কর জানান, মাদকাসক্ত এই ছেলের বিরুদ্ধে একাধিকবার সামাজিকভাবে বিচার করা হয়েছে। বাহির থেকে এলাকায় লোক নিয়ে আসে অবৈধ ব্যবসা করার জন্য। মাদকের কারণে সমাজ ধ্বংস হচ্ছে। সবাইকে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
চুনতি পুলিশ ফাঁড়ির এসআই এএফএম জিয়াউল হুদা জানান, অভিযুক্ত রুবেলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।