লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে হেফজখানার ছাত্রের মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ আগস্ট, ২০২২ at ৬:৪৬ পূর্বাহ্ণ

লোহাগাড়ার কলাউজানে বিদ্যুৎস্পৃষ্টে মুনতাছির উদ্দিন শিপন (১২) নামে এক হেফজখানার ছাত্রের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর কলাউজান মহাজন পাড়ায় ঘটনা ঘটে। নিহত শিপন খালাদাদ খাঁন পাড়ার মোহাম্মদ ইছমাইলের পুত্র ও আমিরাবাদ সুখছড়ি আল আবরার হেফজখানার ছাত্র।
নিহতের দাদা হোছেন আহমদ জানান, ঘটনারদিন বিকেলে হেফজখানা থেকে ছুটি নিয়ে বাড়িতে আসে শিপন। খাওয়া-দাওয়া শেষে বাড়ির অদূরে মহাজন পাড়ায় যায়। সেখানে একটি গর্ত থেকে পানি উত্তোলনের জন্য তার চাচা আবদুস শুক্কুর পাম্প মেশিন ভাড়া দেয়। পানি উত্তোলন শেষে মাছ ধরতে নেমে অসাবধানতা বশত বিদ্যুৎস্পৃষ্ট হয় শিপন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আবদুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একইদিন রাতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত হেফজখানার এক ছাত্রকে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসুফি আদর্শই বর্তমান পৃথিবীতে মানবমুক্তির অনন্য সোপান
পরবর্তী নিবন্ধকর্ণফুলী-পটিয়ায় ১২ ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা